আজ সুপ্রিম কোর্টের এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ জানায় সংরক্ষনকে কেও মৌলিক অধিকারের
দাবী করতে পারে না। সংরক্ষন না দিলে সংবিধানের অধিকার লঙ্ঘিত হয়েছে বলা যাবে না।
বিভিন্ন সময় সরকারি বা বেসরকারি চাকরিতে সংরক্ষন নিয়ে বিতর্কের
সৃষ্টি হয়েছে। মেডিক্যালে ভর্তি নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়।
তামিলনাড়ূতে মেডিক্যালে ভর্তি নিয়ে ওবিসিদের জন্য ৫০% সংরক্ষনের
দাবি শেষ পর্যন্ত আদালতে যায়। যে মামলাটি করে সিপিআই ও ডিএমকের কিছু নেতা। শেষ
পর্যন্ত রায়ে আদালত সংরক্ষন বা কোটার বিষয়টি স্পষ্ট করে। অর্থাৎ চাকরি বা
শিক্ষায় সংরক্ষণ মৌলিক অধিকারের দাবী করতে পারে না।
No comments:
Post a Comment