বকেয়া DA দেবেন তো?
SAT এ DA মামলার রায় কর্মচারীদের পক্ষে গিয়েছে। একথা আর নতুন করে বলার কিছু নেই। হ্যা যা বলার আছে তা হলো রায় অনুযায়ী বকেয়া DA কর্মচারীদের মিটিয়ে দেবার কথা। সে PF এ হোক বা নগদে।
এখন প্রশ্ন কবে মেটানো হবে। আবার কি আইনের আশ্রয় নেবে সরকার। জানা নেই। উত্তরের অপেক্ষায় আছি।
কেন এই লেখা লিখছি ? বর্তমানে সরকার ছকটি website চালু করেছে didikebolo এর মাধ্যমেই জানার ইচ্ছে রইলো। অবশ্যই জানতে চাই কারন court এর নির্দেশে বলা আছে 2009 - 2016 পর্যন্ত সমস্ত বকেয়া মেটাতে হবে।আর এই বকেয়া কত ?
বকেয়া কত হিসেব করলে দেখা যাবে অঙ্কটা এতই বেশি যা প্রত্যেকের মাথা খারাপ হয়ে যাবার মতো। যদি GR D কর্মীদের হিসেব ধরা যায় তাহলে এই সময় কালের মধ্যে বকেয়া প্রায় দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা। এখন ভাবুন তো GR A বা GR B,C কর্মীদের বকেয়া কতো?
টাকার অঙ্ক টাই বলে দিচ্ছে দাবীটা অন্যায্য নয়। 2009 পরবর্তীটা যদি ধরা যায় তাহলে কতটা হতে পারে? দাবী এই বকেয়া টা Pay commission এ মিটিয়ে দেবেন তো? উত্তরের অপক্ষায় সরকারী কর্মচারী শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে।
SAT এ DA মামলার রায় কর্মচারীদের পক্ষে গিয়েছে। একথা আর নতুন করে বলার কিছু নেই। হ্যা যা বলার আছে তা হলো রায় অনুযায়ী বকেয়া DA কর্মচারীদের মিটিয়ে দেবার কথা। সে PF এ হোক বা নগদে।
এখন প্রশ্ন কবে মেটানো হবে। আবার কি আইনের আশ্রয় নেবে সরকার। জানা নেই। উত্তরের অপেক্ষায় আছি।
কেন এই লেখা লিখছি ? বর্তমানে সরকার ছকটি website চালু করেছে didikebolo এর মাধ্যমেই জানার ইচ্ছে রইলো। অবশ্যই জানতে চাই কারন court এর নির্দেশে বলা আছে 2009 - 2016 পর্যন্ত সমস্ত বকেয়া মেটাতে হবে।আর এই বকেয়া কত ?
বকেয়া কত হিসেব করলে দেখা যাবে অঙ্কটা এতই বেশি যা প্রত্যেকের মাথা খারাপ হয়ে যাবার মতো। যদি GR D কর্মীদের হিসেব ধরা যায় তাহলে এই সময় কালের মধ্যে বকেয়া প্রায় দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা। এখন ভাবুন তো GR A বা GR B,C কর্মীদের বকেয়া কতো?
টাকার অঙ্ক টাই বলে দিচ্ছে দাবীটা অন্যায্য নয়। 2009 পরবর্তীটা যদি ধরা যায় তাহলে কতটা হতে পারে? দাবী এই বকেয়া টা Pay commission এ মিটিয়ে দেবেন তো? উত্তরের অপক্ষায় সরকারী কর্মচারী শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে।
No comments:
Post a Comment