বকেয়া DA

  বকেয়া DA দেবেন তো?

       SAT এ DA মামলার রায় কর্মচারীদের পক্ষে গিয়েছে। একথা আর নতুন করে বলার কিছু নেই। হ‍্যা যা বলার আছে তা হলো রায় অনুযায়ী বকেয়া DA কর্মচারীদের মিটিয়ে দেবার কথা। সে PF এ হোক বা নগদে।

এখন প্রশ্ন কবে মেটানো হবে। আবার কি আইনের আশ্রয় নেবে সরকার। জানা নেই। উত্তরের অপেক্ষায় আছি।
       কেন এই লেখা লিখছি ? বর্তমানে সরকার ছকটি website চালু করেছে didikebolo এর মাধ‍্যমেই জানার ইচ্ছে রইলো। অবশ‍্যই জানতে চাই কারন court এর নির্দেশে বলা আছে 2009 - 2016 পর্যন্ত সমস্ত বকেয়া মেটাতে হবে।আর এই বকেয়া কত ?

    বকেয়া কত হিসেব করলে দেখা যাবে অঙ্কটা এতই বেশি যা প্রত‍্যেকের মাথা খারাপ হয়ে যাবার মতো। যদি GR D কর্মীদের হিসেব ধরা যায় তাহলে এই সময় কালের মধ‍্যে বকেয়া প্রায় দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা। এখন ভাবুন তো GR A বা GR B,C কর্মীদের বকেয়া কতো?

     টাকার অঙ্ক টাই বলে দিচ্ছে দাবীটা অন‍্যায‍্য নয়। 2009 পরবর্তীটা যদি ধরা যায় তাহলে কতটা হতে পারে? দাবী এই বকেয়া টা Pay commission এ মিটিয়ে দেবেন তো? উত্তরের অপক্ষায় সরকারী কর্মচারী শিক্ষক শিক্ষিকা প্রত‍্যেকে।

No comments:

Post a Comment

চাকরি বা শিক্ষায় সংরক্ষণ মৌলিক অধিকারের দাবী করতে পারে না

  আজ সুপ্রিম কোর্টের এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ জানায় সংরক্ষনকে কেও মৌলিক অধিকারের দাবী করতে পারে না। সংরক্ষন না দিলে ...